শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪


পটুয়াখালী, ৩০ অক্টোবর – কোনো রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না বলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, যারা জনগণের জন্য কাজ করবে না তাদের চাকরিচ্যুত করা হবে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সারাদেশে প্রশাসনে যারা কাজ করছেন, আপনারা যদি কোনো রাজনৈতিক দলের গোলামি করেন প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রসঙ্গে নুর বলেন, বেশ কিছু নেতা আপনাদের এই উপজেলার ইউএনওর বিরুদ্ধে অভিযোগ করেছেন। যদি সেটা সত্য হয়, তাহলে তাকে এখান থেকে বিদায় নিতে হবে। সে ব্যবস্থা আমি করবো।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ৩০ অক্টোবর ২০২৪



আরো খবর: