শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাজধানীজুড়ে আরও পাঁচটি মেট্রোরেল করা হবে

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪


ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – দৈনন্দিন কাজে রাজধানীতে চলাচলে এখন অন্যতম বাহন মেট্রোরেল। যানজট না থাকা ও সময় কম লাগার কারণে প্রতিদিন কয়েক লাখ মানুষ চলাচল করছে মেট্রোরেলে। এবার আরো ৫টি মেট্রোরেল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার গণভবনে জার্মানির মিউনিখ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

শেখ হাসিনা বলেন, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ায় ঢাকার যানজট অনেক কমেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন ফার্মগেট পর্যন্ত করা হয়েছে। এটা আরো সম্প্রসারণ করা হবে। এছাড়া ঢাকাজুড়ে আরো ৫টি মেট্রোরেল করা হবে। আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।

এদিকে ঢাকায় যানজট ঠেকাতে ট্রাফিক লাইট সিস্টেম সচলের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৪


আরো খবর: