ঢাকা, ১৬ মার্চ – ‘পবিত্র রমজানে কিছু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করবে, এটা অত্যন্ত গর্হিত কাজ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মসজিদের খতিব ইমামদের উদ্দেশে তিনি বলেন, জুমার নামাজের যে খুতবা দেয়া হয়, সেখানে কালোবাজারি, খাদ্যে ভেজাল দেয়া- এটা যে গর্হিত কাজ এ ব্যাপারে কথা বলা উচিত।
বৃহস্পতিবার সকালে ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
রমজানে গরিব মানুষের জন্য ন্যায্য মূল্যে পণ্যের ব্যবস্থা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশ যেভাবে আর্থসামাজিকভাবে এগিয়ে যাচ্ছে এভাবেই এগিয়ে যাক। সেইসঙ্গে ধর্মীয় শিক্ষা ও ধর্ম পালনেরও সুযোগ হোক। সেজন্য এই মসজিদগুলো আমরা নির্মাণ করছি।’
শেখ হাসিনা বলেন, ‘ইসলাম সবসময় মানুষকে শিক্ষা গ্রহণ করতে বলেছে, নবী করিম (সা.) আমাদের শিক্ষা গ্রহণ করতে বলেছেন, কাজেই এই বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে।’
বাংলাদেশের আজকের যে অগ্রযাত্রা তা যেন অব্যাহত থাকে এজন্য সবার কাছে দোয়া চেয়ে শেখ হাসিনা, ‘বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের কাজগুলো যেন আমরা আরও ভালোভাবে করতে পারি। এদেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, আমরা বিনামূল্যে সবাইকে ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি, সেইসঙ্গে তাদের জীবন জীবিকার ব্যবস্থাও করে দিচ্ছি।’
সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ১৬ মার্চ ২০২৩