শিরোনাম ::
জার্মানির ভিসার অপেক্ষায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী ২০ রমজানের মধ্যে শ্রমিকের বোনাস-বেতন পরিশোধ করতে হবে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্যমূল্যে রেশন সুবিধার দাবি নবরুপে ফ্যাসীবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নেবেনা-মুহাম্মদ শাহজাহান চিত্রনায়িকা পরীমণির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে পূর্বাচল প্লট জালিয়াতির যে ব্যাখ্যা দিলেন জয় কোম্পানির রিটার্ন দাখিলের সময় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়লো বিশ্বে বায়ু দূষণে ২য় স্থানে ঢাকা দ্বিতীয় সন্তানের নামও চূড়ান্ত করে ফেলেছেন আলিয়া শাহবাগ কেড়ে নিয়েছিল এ দেশের মানুষের বাকস্বাধীনতা
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যে কারণে বিয়ে করছেন না প্রভাস

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৪ মে, ২০২৪
যে কারণে বিয়ে করছেন না প্রভাস


মুম্বাই, ২৪ মে – বয়স ৪০ পেরোলেও এখনো সিঙ্গেল জীবন কাটাচ্ছেন অভিনেতা প্রভাস। বিয়ে করেননি তবে ব্যক্তিগত জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে তার নাম। ভক্তদের প্রশ্ন, কবে বিয়ে করছেন প্রভাস? অবশেষে বিয়ে নিয়ে নিজেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন অভিনেতা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘বিশেষ এক মানুষের উদ্দেশে’ একটি পোস্ট করেন প্রভাস। তার পরেই শুরু হয় জল্পনা। কিন্তু সেই পোস্ট নাকি তার আসন্ন সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’র জন্য ছিল। বিয়ে নিয়ে নাকি এখন কোনো পরিকল্পনা নেই তার।

প্রভাস জানান, ‘আমি খুব শিগগিরই বিয়ে করছি না। আমার নারী ভক্তদের মন ভাঙতে চাই না।’ তবে তাতেও জল্পনা মেটেনি অনুরাগীদের। এর আগে ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী আনুশকার সঙ্গে নাম জড়ায় তার। শোনা যায়, অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কেও ছিলেন তিনি। যদিও, আনুশকা বা প্রভাস কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

শুধু আনুশকা নয়, অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গেও প্রভাসের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। এমনকি কৃতির সঙ্গে বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। কিন্তু নেটিজেনরা এখন মনে করছেন, সেই গুঞ্জন হয়তো ‘আদিপুরুষ’ সিনেমার প্রচারের জন্যই ছিল। ‘আদিপুরুষ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছিলেন প্রভাস। সীতার চরিত্রে ছিলেন কৃতি। এটির শুটিং চলার সময়েই দু’জনের সম্পর্কের কথা ছড়ায়।

উল্লেখ্য, প্রভাস এখন ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৭ জুন। এই সিনেমায় প্রভাস ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসন, দীপিকা পাডুকোন, দিশা পটানি।

আইএ/ ২৪ মে ২০২৪





আরো খবর: