বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যুদ্ধে দিনে ১০ কোটি ডলার খরচ করছে ইউক্রেন

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
যুদ্ধে দিনে ১০ কোটি ডলার খরচ করছে ইউক্রেন


কিয়েভ, ০৬ সেপ্টেম্বর – ইউক্রেনের বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ বলেছেন, তার দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রতিদিন ১০ কোটি ডলার খরচ করছে। এই বিশাল ব্যয়ের মাত্র শতকরা তিন ভাগ মিত্র দেশগুলো দিয়েছে।

ইউক্রেনের গণমাধ্যম ইউক্রিনফর্মকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। রেজনিকোভের এ সাক্ষাৎকার সোমবার প্রকাশিত হয়। মিত্রদের দেওয়া অর্থ সহায়তা ব্যবহারের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে যে অভিযোগ উঠেছে সাক্ষাৎকারে তিনি তা প্রত্যাখ্যান করেন।

রেজনিকোভ বলেন, তার আমলে প্রতিরক্ষা মন্ত্রণালয় যে সমস্ত কেনাকাটা করেছে তা সঠিক নীতি মেনেই সম্পন্ন হয়েছে। যুদ্ধের জন্য ইউক্রেনের সামরিক বাহিনী নিজস্ব অর্থ ও রসদের চেয়ে বাইরে থেকে পাঠানো অর্থ ও রসদ বেশি পাচ্ছে বলে যে আলোচনা রয়েছে তাও তিনি নাকচ করেছেন।
এ সময় তিনি বলেন, এই বক্তব্য অন্যায় বরং সরকার প্রতিদিন যুদ্ধের জন্য ১০ কোটি ডলার ব্যয় করছে।

রেজনিকোভকে সম্প্রতি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২১ সালের নভেম্বর মাসের তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, সমালোচকদের পক্ষ থেকে ইচ্ছা করে মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এবং এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সমস্যায় পড়ছে। ব্যবসায়ীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেন করতে ভয় পাচ্ছেন।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ০৬ সেপ্টেম্বর ২০২৩

 





আরো খবর: