সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টারের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টারের মৃত্যু


ওয়াশিংটন, ২০ নভেম্বর – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন কার্টার মারা গেছেন। মৃত্যুকালে এই সাবেক ফার্স্ট লেডির বয়স হয়েছিল ৯৬ বছর। কার্টার সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, মৃত্যুর সময় পরিবারের লোকজন তার পাশে ছিলেন। খবর বিবিসির।

ক্যানসারে আক্রান্ত জিমি কার্টার গত ফেব্রুয়ারি থেকে হসপাইস কেয়ার নামে একটি স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করছেন। গত শুক্রবার স্বামীকে দেখতে সেখানে যান রোজালিন। বর্তমানে জিমি কার্টারের বয়স ৯৯ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোজালিন ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছিলেন। গত জুলাই মাসে ৭৭তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন জিমি এবং রোজালিন দম্পতি। জীবনের দীর্ঘ সময় তারা একে অপরের সঙ্গে ছিলেন।

এক বিবৃতিতে জিমি কার্টার বলেন, আমি যা কিছু করেছি সবকিছুতেই রোজালিন আমার অংশীদার ছিল। যখন আমার যা প্রয়োজন হয়েছে তখনই সে আমাকে সঠিক নির্দেশনা এবং উত্সাহ দিয়েছে। যতদিন রোজালিন পৃথিবীতে ছিল আমি সবসময় জানতাম যে, কেউ আমাকে ভালবাসে এবং সমর্থন করে।

১৯২৭ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন এলেনোর রোজালিন স্মিথ। ১৯৪৬ সালের ৭ জুলাই জিমি কার্টার এবং রোজালিন বিয়ে করেন। তাদের চার সন্তান রয়েছে।

রোজালিনকে একজন মমতাময়ী মা, অসাধারণ নারী এবং মহান মানবিক গুণাবলীর অধিকারী বলে উল্লেখ করেছেন তার ছেলে চিপ কার্টার।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ নভেম্বর ২০২৩





আরো খবর: