শিরোনাম ::
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব সাফজয়ী নারী ফুটবলারদের আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করব সাবেক মন্ত্রী মোকতাদির ৫ দিনের রিমান্ডে এবার জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদত্যাগ কাতারে মাটির হাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা, বনভূমি দখল রোধ নিশ্চিতে মাইকিং প্রচারণা চকরিয়ায় অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে ঠিকাদারের হুমকি, থানায় জিডি উখিয়া ও সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র চলছে
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করব

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২ নভেম্বর, ২০২৪


চট্টগ্রাম, ০১ নভেম্বর – অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, ‘আমাদের হাতে সময় কম, আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করব।’

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দীন-দরদী সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসাইন বলেন, ‘আমাদের সময় বেশি নেই, আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনে দেশের জনগণ যাদের নির্বাচিত করবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিব।আমরা মূলত যারা নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসবে তাদের পথ সুগম করতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছর এদেশের আলেম-ওলামারা জেলে ছিল। হেফাজত ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর তারা জেলে বন্দি করে রেখেছিলেন। আমরা ক্ষমতায় থাকতে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় থাকা সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। ’

আলেম-ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের আলেম-ওলামাদের খেদমত করা এবং তাদের পাশে দাঁড়ানো দরকার। তারা আছেন বলে এখনও ওই দেশে মিনার থেকে আযানের ধ্বনি শোনা যায়। আলেম-ওলামারা আছেন বলেই আমাদের মুখে দাড়ি গজায়, মাথায় টুপি আছে। নয়তো কবেই এগুলো ইতিহাস থেকে মুছে যেত। তারা তাদের শ্রম দিয়ে, রক্ত দিয়ে কোরআনের খেদমত করে যাচ্ছেন।’

মুহাম্মাদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হোসাইন ও মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনায় মাহফিলে তাফসীর পেশ করেন আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক,আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মুফতী রাফি বিন মুনির, মুফতী সিরাজুল্লাহ মাদানী, মুফতী সোলাইমান এবং মাওলানা ইসমাইল খান প্রমুখ।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০১ নভেম্বর ২০২৪



আরো খবর: