পোর্ট মোর্সবি, ২১ মে – পাপুয়া নিউ গিনিতে সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার রাতে দ্বীপরাষ্ট্রটিতে পৌঁছাতেই তার পা ছুঁয়ে প্রণাম করেন সে দেশের প্রধানমন্ত্রী জেমস মারাপে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়া নিউ গিনিতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সহযোগিতা সম্মেলনে যোগ দিতে রোবার স্থানীয় সময় রাত ১০টায় সে দেশে যান নরেন্দ্র মোদি।
বিমান থেকে নামার পর প্রথমে দুই প্রধানমন্ত্রী একে অপরকে আলিঙ্গন করেন। এরপর করমর্দন শেষে মোদির পা ছুঁয়ে প্রণাম করেন মারাপে।এ সময় পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর পিঠ চাপড়ে দেন ভারতের প্রধানমন্ত্রী।
এক টুইটবার্তায় মোদি লিখেছেন, পাপুয়া নিউ গিনিতে পৌঁছলাম। বিমানবন্দরে এসে আমায় স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী জেমস মারাপকে ধন্যবাদ। ভীষণই ভালো অভ্যর্থনা পেয়েছি, যা চিরকাল মনে রাখব। এ দেশের সঙ্গে ভারতের বন্ধন আরও মজবুত করার লক্ষ্যে রয়েছি।
সূত্র: যুগান্তর
আইএ/ ২১ মে ২০২৩