শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মোদিকে রাশিয়ায় আমন্ত্রণ পুতিনের – DesheBideshe

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
মোদিকে রাশিয়ায় আমন্ত্রণ পুতিনের - DesheBideshe


মস্কো, ২৮ ডিসেম্বর – রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। মোদিকে আমন্ত্রণ পুতিনের।

বুধবার (২৭ ডিসেম্বর) ক্রেমলিনে পুতিন-জয়শঙ্কর বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে ইউক্রেন প্রসঙ্গ গুরুত্ব পেয়েছে।

জয়শঙ্করকে পুতিন বলেছেন, আমাদের বন্ধু মোদি রাশিয়ায় এলে আমরা খুবই খুশি হব। আমি জানি মোদি শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট মেটাতে চান। এখন বিষয়টির গভীরে যেতে হবে। আমিও আরো তথ্য শেয়ার করতে চাই।

জয়শঙ্কর পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন। তিনি পুতিন ছাড়াও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে বৈঠক করেছেন।

পুতিনের সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর বলেছেন, আগামী বছর পুতিন ও মোদির শীর্ষ বৈঠক হবে বলে তিনি আত্মবিশ্বাসী।

পুতিন বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। বিশেষ করে তেল ও উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে বিনিময় বেড়েছে।

জয়শঙ্কর গত মঙ্গলবার রাশিয়ার উপ প্রধানমন্ত্রী মান্তুরভের সঙ্গেও বৈঠক করেছেন। সেখানে মূলত আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিও সই হয়েছে। যার মধ্যে অন্যতম হলো তামিলনাড়ুতে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন নিয়ে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর প্রবল চাপ সত্ত্বেও ভারত এখনো পর্যন্ত জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি। তারা ভোটদানে বিরত থেকেছে।

রাশিয়া থেকে ভারতের তেল কেনার পরিমাণও প্রচুর বেড়েছে। এনিয়েও পশ্চিমা চাপ উপেক্ষা করেছে ভারত।

জয়শঙ্কর বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো মজবুত করতে হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩





আরো খবর: