সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মুরাদপুরে মধ্যরাতে সাত দোকান পুড়ে ছাই

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
মুরাদপুরে মধ্যরাতে সাত দোকান পুড়ে ছাই


চট্টগ্রাম নগরের মুরাদপুরের মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডের সাতটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।   

রবিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া সিভয়েসকে বলেন, আগুন লাগার খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন,  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে সাতটি দোকান পুড়ে যায়। আগুনে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আমরা প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। 



আরো খবর: