রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মুম্বাইয়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৪ মে, ২০২৪
মুম্বাইয়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬


নয়াদিল্লি, ২৩ মে – ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (২৩ মে) প্রদেশটির থানে শহরের এমআইডিসি ফেজ ২-এ অবস্থিত আমুদান কেমিক্যাল কোম্পানির কারখানায় একটি বয়লার বিস্ফোরিত হওয়ার পরে আগুন ছড়িয়ে পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্তত আটজনকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ডোম্বিভলি এমআইডিসিতে আমুদান কেমিক্যাল কোম্পানিতে বয়লার বিস্ফোরণের ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আরো অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসে প্রায় ১৫টি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। চলমান অভিযানে আগুন নেভাতে চার ঘণ্টারও বেশি সময় লাগবে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৩ মে ২০২৪





আরো খবর: