শিরোনাম ::
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুনে হতাহত ৪৬

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
মুম্বাইয়ে বহুতল ভবনে আগুনে হতাহত ৪৬


নয়াদিল্লি, ০৬ অক্টোবর – ভারতের মহরাষ্ট্রের মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও অল্পবয়সীরাও রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

শুক্রবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের গোরেগাঁওয়ে একটি ৭ তলা ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডে ছয়জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী, যাদের দুইজন নাবালক।

অন্যদিকে আহত ৪০ জনের মধ্যে একজন নাবালকসহ ১২ জন পুরুষ এবং ২৮ জন নারী রয়েছেন।

আহতদের মুম্বাইয়ের এইচবিটি হাসপাতাল এবং কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, গোরেগাঁও পশ্চিমের আজাদনগর এলাকার অবস্থিত জয় ভবানী বিল্ডিংয়ে শুক্রবার ভোর ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আহত বাসিন্দাদের যোগেশ্বরীর একটি ট্রমা সেন্টার এবং জুহুর কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৬ অক্টোবর ২০২৩





আরো খবর: