ঢাকা, ০৯ জুলাই – ‘মুক্ত’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কীভাবে মুক্তি দেবেন তা বুঝে উঠতে পারছেন না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (৯ জুলাই) সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
খালেদা জিয়া আবারও অসুস্থ হয়ে পড়েছেন, বিএনপির পক্ষ থেকে তার মুক্তি দাবি করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আনিসুল হক বলেন, দেখেন আমি একটা কথা বুঝতে পারছি না। খালেদা জিয়া মুক্ত, এ মুক্ত মানুষকে আবার কী করে মুক্তি দেবো আমি তো বুঝে উঠতে পারছি না।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে। তার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাস ছয় মাস করে বাড়ানো হচ্ছে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝে মাঝে তাকে হাপাতালে নিতে হচ্ছে। সম্প্রতি তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে।
এর আগে সোমবার (৮ জুলাই) খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না দাবি করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৯ জুলাই ২০২৪
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মুক্ত খালেদাকে কীভাবে মুক্ত করবো first appeared on DesheBideshe.