মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মালিক-কর্মচারী মিলে দোকানে বসিয়েছিল ইয়াবা হাট, ডিবির জালে ধরা

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

রেয়াজুদ্দিন বাজার ঘোষাল কোয়ার্টার আঞ্জুমানে মার্কেটের জাহাঙ্গীর ফ্যাশন। বাইরে ফিটফাট রেখে ভেতরে ইয়াবার হাট বসিয়েছিলেন মালিক হেলাল খাঁন আর কর্মচারী নুরুল আমিন মিলে। বৃহস্পতিবার নগর গোয়েন্দা পুলিশে অভিযানে বেরিয়ে এসেছে তাদের প্রকৃত ‘ধান্দা’। অভিযানে দোকান থেকে ৭ হাজার পিস ইয়াবাও উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবির অভিযানে এই দুই দোকান কর্মচারী ধরা পড়ার দৃশ্য দেখে চোখ কপালে উঠে রেয়াজুদ্দিন বাজারের অন্যান্য ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের।

গ্রেপ্তার হেলাল খাঁন সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মধ্যম হোসেন নগর এলাকার কোটিপতি বক্কর হাজীর বাড়ির মৃত আবু আহম্মদের ছেলে আর নুরুল আমিন রুপকানিয়া মাহাজ্জা মুহুরীপাড়ার মৃত মো. নুরুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মো. কামরুল হাসান সিভয়েসকে বলেন, দোকানের মালিক আর কর্মচারী মিলে গোপনে ইয়াবার ব্যবসা করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তারা হাতেনাতে ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।


আরো খবর: