শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মারা গেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক রাজা মিত্র

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪


কলকাতা, ২০ ডিসেম্বর – বছরের শেষে এসে বিনোদনের দুনিয়ায় আবারও একটা খারাপ খবর। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা মিত্র আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরে টলিউড থেকে শুরু করে সমগ্র চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরেই তিনি অসুস্থ ছিলেন ৷ মরণব্যাধি রোগ ক্যানসারের চিকিৎসা চলছিল ৷ শেষ পর্যন্ত হার মানলেন তিনি ৷ শেষ হল লড়াই ৷ নিঃশব্দেই চলে গেলেন পরিচালক রাজা মিত্র ৷

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালকের মৃত্যুর খবর জানিয়েছেন তার ছেলে রৌদ্র মিত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

রাজা মিত্রর পরিচালিত প্রথম ছবি ‘একটি জীবন’ ১৯৮৭ সালে মুক্তি পায়। প্রথম ছবিতেই তিনি জাতীয় পুরস্কার অর্জন করেন। এরপর ‘নয়নতারা’, ‘যতনের জমি’-এর মতো ছবিগুলি বাংলা সিনেমার জগতে আলাদা মর্যাদা এনে দেয়।

রাজা মিত্র পরিচালিত ‘একটি জীবন’ জাতীয় পুরস্কার পায় ১৯৮৭ সালে, ৩৫তম জাতীয় পুরস্কার বিতরণের মঞ্চে। এই ছবিতে অভিনয় করেছিলেন আর এক অসাধারণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রাজা মিত্র ‘স্বর্ণ কমল’, ‘রজত কমল’ পুরস্কার পান ‘কালীঘাট পেইন্টিংস অ্যান্ড ড্রয়িংস’ ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য। ডেবিউ ফিল্ম মেকার হিসেবে ‘ইন্দিরা গান্ধী পুরস্কার’ও পেয়েছেন প্রয়াত পরিচালক ।



আরো খবর: