শিরোনাম ::
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আইসিসির প্রধান প্রসিকিউটর, “মিয়ানমারের বিরূদ্ধে মামলায় অগ্রগতি হচ্ছে” কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার টেকনাফের ২ মাদক ব্যবসায়ীকে দশ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ভুয়া কাগজে ‘ভোটার হতে গিয়ে’ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার নাফনদীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার-৩ চকরিয়ায় পর্নোগ্রাফি আইনে দুইজন বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মানবপাচার মামলায় বড় ভাইয়ের পরিবর্তে আদালতে দাঁড়িয়ে জামিন নেয়া ছোট ভাই গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের একটি মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্ট থেকে বড় ভাইয়ের জামিন নেওয়া সেই ছোট ভাই গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম (১৫) কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকার মৃত মো. ইলিয়াসের পুত্র। রফিকুলের বড় ভাই আলাউদ্দিন ২০১৪ সালে দায়ের করা একটি মানবপাচার মামলার আসামি। আলাউদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন।

বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, ২০১৪ সালে সংঘবদ্ধ মানবপাচারী চক্র রামুর নুরুল ইসলাম সহ কয়েকজনকে উচ্চ বেতনে মালয়েশিয়ায় চাকুরি দেয়ার প্রলোভনে সমুদ্র উপকূলে একটি ট্রলারে তুলে দেয়। ট্রলারটি থাইল্যান্ডের পাহাড়ে পৌঁছে চক্রের সদস্যের হস্তান্তর করে। যেখানে নুরুল ইসলামকে শাররিক নির্যাতন করে আদায় করা হয় ৪ লাখ টাকা মুক্তিপণ। এরপর নুরুল ইসলামকে পাঠানো হয় মালয়েশিয়ায়। ওখানে দালালরা আটকে রাখলেও ২০১৭ সালে পুলিশ আটক করে। ওখানে এক বছর কারাভোগ শেষে ২০১৮ সালের অক্টোবর মাসে পূরুল ইসলাম দেশে ফেরেন। এ ঘটনায় ২০১৮ সালের ২৯ অক্টোবর নুরুল ইসলাম বাদি হয়ে আলাউদ্দিন সহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করে। আদালত গ্রেফতারি পরোয়ারা জারি করলে ২০১৯ সালে ২৮ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চে আলাউদ্দিন তার ছোট ভাই রফিকুলকে (১২) কে আলাউদ্দিন সাজিয়ে দাঁড় করিয়ে জামিনের আবেদন জানান। আদালত রফিকুলকে আলাউদ্দিন হিসেবে জামিনও দেন। বিষয়টি জানাজানির পর দেশব্যাপী আলোচনা শুরু হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, এর পর ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিন মামলার বাদির উপর হামলা করে। এ ঘটনায় আরো একটি মামলা হয়। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আলাউদ্দিন গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও রফিকুল পালাতক ছিল। রফিকুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


আরো খবর: