শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মাদক মামলায় টেকনাফের সাবেক ইউপি সদস্যকে ৭ বছর কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১ আগস্ট, ২০২২

কক্সবাজারে টেকনাফের সাবেক ইউপি সদস্যকে মাদকপাচার মামলায় সাত বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত; এছাড়া তিন লাখ টাকা জরিমানা আদায় এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন বলে জানান কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

সাজাপ্রাপ্ত আবদুর রউফ (৪২) টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের দক্ষিণ পাড়ার আব্দুল হক এর ছেলে। সে সেন্টমার্টিন ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেন, গত ২০১৮ সালের ১৫ মার্চ রাতে টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের ছেঁড়াদ্বীপ এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। পরে পলাতক ব্যক্তির ফেলে যাওয়া দুইটি বস্তার ভিতর থেকে ২ লাখ ৯৯ হাজার ৬০০ টি ইয়াবা পাওয়া যায়।

” এ ঘটনায় কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের সদস্য এম এ মালেক বাদী হয়ে তৎকালীন ইউপি সদস্য আবদুর রউফ’কে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা গত ২০১৯ সালের ৪ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। “
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, ” সোমবার দুপুরে মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত আসামি আবদুর রউফ’কে ৭ বছর সশ্রম কারাদন্ড এবং তিন লাখ টাকা জরিমানা আদায়ের আদেশ দিয়ে রায় দেন। এছাড়া জরিমানা অনাদায়ে আসামিকে আরও এক বছর কারাদন্ডেরও আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালত উপস্থিত ছিলেন বলে জানান ফরিদুল আলম।


আরো খবর: