শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মাদক চোরাচালান বন্ধে কক্সবাজারে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কোন দিক দিয়ে মাদক প্রবেশ করে তা চিহ্নিত করা হয়েছে। মাদক চোরাচালান বন্ধে কক্সবাজারে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হচ্ছে ৷

সোমবার (২৮ মার্চ) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এসময় অপরাধ দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনসহ অপরাধ দমন করে জননিরাপত্তা নিশ্চিত করছে র‌্যাব। মাদক নির্মূলেও এই বাহিনীর অনেক ভূমিকা।

র‌্যাবের ওপর দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যে আমেরিকা আমাদের র‌্যাবের ওপর বিনা কারণে নিষেধাজ্ঞা দিয়েছে, তারা তাদের দেশে বিনা কারণে মানুষ মারলে বিচার করে না ৷ কিন্তু বিনা কারণে দেশের কোনো মানুষ হত্যা করলে কিংবা অপরাধে জড়ালে বাংলাদেশ তার বিচার করে ৷ যা অন্যদেশ করে না ৷ খুব সম্ভবত র‌্যাবের সাফল্যে দুঃখ পেয়েই তারা এমন নিষেধাজ্ঞা দিয়েছে কি না, যা অত্যন্ত দুঃখজনক৷

তিনি বলেন, অপরাধীদের তারা (যুক্তরাষ্ট্র) স্থান দেয় তাদের দেশে ৷ আর বিনা অপরাধে তারাই র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় ৷ তাদের বিষয়ে কিইবা বলার আছে ।


আরো খবর: