মহেশখালী উপজেলার শাপলাপুর গহীন পাহাড়ে বিশাল মদের কারখানার সন্ধান পেয়েছে স্থানিয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ।
রবিবার (২৬ ডিসেম্বর) সকালের দিকে ৫শ লিটার মদ ও বিপুল উৎপাদন সামগ্রী জব্দ করা হয়।
উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিমে গহীন পাহাড়ের ভিতরে চাগকাটা ঝিরিতে গড়ে ওঠা এ কারখানায় উৎপাদিত মদ বিভিন্ন স্থানে পাচার হতো।
শাপলাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন,স্থানিয় চেয়ারম্যানের নির্দেশে আমি, গ্রাম পুলিশসহ স্থানিয় জনগনের সহযোগিতায় মদের কারখানায় গিয়ে বিপুল পরিমাণ মদ ও সামগ্রী জব্দ করি।
তিনি আরেও জানান, কারখানা থেকে বিশটি কনটেননার ভর্তি প্রায় পাঁচ’শ লিটার মদ জব্দ করা হয়। এ সময় কারখানার বিভিন্ন পাত্র, ফানেল, গুড়, বিভিন্ন উৎপাদন সামগ্রী জব্দ করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে চোলাই মদ তৈরির কারিগর নাজু নামে একজন পালিয়ে যায় বলেও জানান।