শিরোনাম ::
রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রোঁ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীর কালামারছড়ায় অস্ত্রসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার কালামারছড়া এলাকা এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ জানতে পারে যে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ ফকিরজোম সাকিনের মোস্তাক বাপের বাড়ির পাহাড়ের টিলায় অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল শুক্রবার ভোর সাড়ে ৪ টায় উক্ত স্থানে পৌঁছলে পালিয়ে যাওয়ার সময় ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে ধরে ফেলে।

তারা হলো-মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর মোঃ আমিন ও মৃত নূর জাহানের দুই নপুত্র মোঃ রশিদ মিয়া (৩৪) ‍ও মোঃ আব্বাস (৪০) এবং ফকিরজুমপাড়ার মোঃ আমিন ও রোহানা বেগমের পুত্র মোঃ কলিমউল্লাহ (২৫)।

এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও হেফাজতে থাকা একটি ব্যাগ হতে ৫ টি দা, ১টি ছোরা, ২টি কুড়াল ও ১টি গুলি রাখার পোচ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল মর্মে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

র‌্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আরো খবর: