মহেশখালী থানা পুলিশ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে
মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের বড়ডেইল এবং হোয়ানকের কেরুন তলী এলাকার ৪ আসামি গ্রেপ্তার সহ বহু সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।
১৫ এপ্রিল রাতে মহেশখালী থানা পুলিশ এবং র্যাবের পৃথক পৃথক অভিযানে এসব আসামি গ্রেফতার ও অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তাজ উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর হোয়ানক আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপরে চেক পোস্ট করে তল্লাশি একটি টমটম গাড়ি চালক আব্দুল মালেক সহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় ঘটনাস্থলে দেহসহ টমটম গাড়িতে তল্লাশি করে গাড়ির পিছনের সিটের নিচে বক্স হইতে একটি এক নলা দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়।
পলাতক আসামীদের বিরুদ্ধে ফরাজুল ইসলাম বাদী হইয়া এজাহার দায়ের করেছেন আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে র্যাব ৭ চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আবছার জানিয়েছেন, র্যাব -৭ বড়মহেশখালী বড়ডেইল এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জামসহ ৩ অস্ত্রধারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিরা হল ইমতিয়াজ ওয়াসিম ফিরোজ,দেবায়ত উল্লাহ, আবুবকর ছিদ্দিক,সুমন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।