বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

মহেশখালীতে পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে বহু অপকর্মের হোতা কালারমারছড়া ইউনিয়নের কথিত যুবলীগ নেতা আব্বাস হোসেনসহ ১০ আসামীকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

মহেশখালী থানা সূত্রে জানা যায়, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদের নেতৃত্বে ১২ নভেম্বর গভীর রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-৮০/১৯(মাদক) মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী বড় মহেশখালী ইউনিয়নের মুহুরীর ডেইল এলাকার মৃত নুরুল আফছারের পুত্র মোঃ সালা উদ্দিন (৩৫), সিআর-৩৭/১৮(প্রতারণা) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী হোয়ানক ইউনিয়নের কালা গাজী পাড়ার এলাকার মৃত জয়নাল হোসেন এর স্ত্রী রাজিয়া বেগম(৪৫), জিআর-২১৬/১৫ মামলার আসামী কালারমারছড়া ইউনিয়নের জনৈক জালাল আহমদ এর পুত্র হাসান নুর(৩০), আঁধারঘোনা এলাকার জিআর-১৭/১৪ মামলাট আসামী আব্দু সাত্তারের পুত্র মোঃ সুমন(২৬),কালারমারছড়া ইউনিয়নের কথিত যুবলীগ নেতা মোঃ আমিনের পুত্র জিআর-১২৩/২৩ মামলার আসামী আব্বাস হোসেন(৪৫), হোয়ানক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার আব্দু রহমানের পুত্র নারী শিশু-৯১/২০ মামলার আসামী আঃ রহিম(৩৫), মহেশখালী পৌরসভার ০৮ নং ওয়ার্ড গোরকঘাটা এলাকার বর্মাইয়া নুরুল ইসলামের পুত্র সিআর-১৩১/২২ মামলার আসামী আইয়ুব ড্রাইভার(৪২)।

বড় মহেশখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফকিরাঘোনা এলাকার জৈনিক আমির হোসেনের পুত্র সিআর-৪১৩/২৩ মামলার আসামী মোঃ হানিফ(৩০)।জিআর-২০৯/২৪ মামলার আসামী আবুল বশরের পুত্র মোঃ ইসহাক (৪০)।সিআর-৪১৩/২৩ মামলার আসামী মৃত আলী হোসেনের পুত্র ফজল আহমদ(৪৫) দের গ্রেপ্তার করে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান থাকবে।


আরো খবর: