শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে ভ্রাম্যমান আদালতের বাজার মনিটরিং!

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::

পবিত্র রমজান মাস উপলক্ষে মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ঈদের বাজারে ভোক্তার অধিকার নিশ্চিতকল্পে জামা,জুতা, থ্রিপিছ, লুঙ্গি, প্যান্ট ইত্যাদির দোকানে বাজার দর মনিটরিং করেছেন ভ্রাম্যমান আদালত।

৩১শে মার্চ (রবিবার) মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসেন এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজারে নিউ হ্যাভেন মার্কেট ও হকার্স মার্কেটে বিভিন্ন কাপড়ের দোকানে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। এসময় কাপড় ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত দামে কাপড় বিক্রি না করে সেমর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ন্যায্যমূল্যে কাপড় বিক্রি করতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসেন বলেন,
পণ্যের অতিরিক্ত মূল্য না রাখার জন্য সতর্ক করা হয়েছে। সেই সাথে কেনা দামের সাথে সমন্বয় রেখে পন্য বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ঈদের বাজার মনিটরিং করতে মহেশখালী উপজেলায় বিভিন্ন বাজারে পর্যায়ক্রমে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আরো খবর: