কক্সবাজারের মহেশখালীতে বাজারের ইজারা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এতে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া হামলাকারীদের ইট-পাটকেল নিক্ষেপে ভেঙে যায় এসিল্যান্ডের গাড়ির গ্লাস।
শনিবার বিকেলে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালাগাজী বাজারের ইজারা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের বিরোধ থামাতে অভিযান চালানোর জন্য ভ্রাম্যমাণ আদালত নিয়ে সেখানে যান এসিল্যান্ড মো. সাইফুল ইসলাম। তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করলে একটি পক্ষ উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের উপর ও এসিল্যান্ডের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ ও আনসার সদস্যরা আহত হন এবং চুর্ণবিচুর্ণ হয়ে যায় এসিল্যান্ডের গাড়ির গ্লাসসহ অন্যান্য অংশ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলার নির্বাহী অফিসার মো. ইয়াছিন ও মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই। এসময় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।