শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

কক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত জাফর আলম (৩৬) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৫ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জাফর আলমের বাড়ি উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের পাহাড়তলি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আশিক ইকবাল জানান, গত ১৮ মার্চ শবে বরাতের রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জাফর আলমসহ বেশ কয়েকজন আহত হয়।

এ ঘটনায় জাফর আলমের ভাই শাসমুল আলম বাদি হয়ে ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করে। ঐ মামলার ১ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।


আরো খবর: