গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা, সোনাদিয়া প্যারাবন কেটে অবৈধ ভাবে চিংড়িঘের করার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের করা মামলায় কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলমকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকা থেকে মহেশখালী থানার এসআই (উপ-পরিদর্শক) মহসীন চৌধুরী (পিপিএম) এস আই ফরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অপরদিকে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ৭ নভেম্বর গভীর রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-৫৮/২১ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মহেশখালী পৌরসভার ০৯ নং ওয়ার্ডের চরপাড়া এলাকার মৃত প্রফুল্ল সেন এর পুত্র মৃদুল সেন (৪২), এবং হোয়ানক ইউনিয়নের ধলঘাটপাড়া এলাকার মামলা নং ১৭ (৩)২৪- মামলার পলাতক ২নং আসামী জনৈক শের আলীর পুত্র মোছন আলী(৪৫)কে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন- মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ কায়সার হামিদ। তিনি বলেন আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আটক রবিউল আলমের বিরুদ্ধে কুতুবজোমের ঘটিভাঙ্গা, সোনাদিয়ায় প্যারাবন কেটে চিংড়িঘের করে সরকারি জায়গা দখলের অভিযোগ রয়েছে।