শিরোনাম ::
পোশাকে লেখায় ৮০ ছাত্রীকে বাড়ি পাঠানো হলো শার্ট ছাড়াই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় ইউনিয়ন প্রধান থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতাকে ফের ধরল পুলিশ রিজার্ভ চুরির ৮০% অর্থ ফেরত এসেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয়’ অভিজ্ঞতা দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে প্রশিক্ষণ ব্যয় ১০ কোটি টাকা পেকুয়ায় জামায়াত ইসলামির দাওয়াতি প্রোগ্রাম ও পথসভা দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪ 
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::

দ্বীপ উপজেলা মহেশখালীতে নিরাপদ সড়কের দাবী নিয়ে মানববন্ধন করেছে মহেশখালী নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন। তাদের সাথে ওই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, মহেশখালীর সড়ক গুলো অনিয়ম ও অব্যবস্থাপনায় জর্জরিত হয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতিদিন দূর্ঘটনায় আহত রোগী চিকিৎসা নিতে আসছে হাসপাতালে। এছাড়াও গত এক মাসেই সড়কে ঝরেছে চারটি তাজা প্রাণ।

তারা আরো জানান, গত এগারো মাসে ১৩০৯জন মানুষ দূর্ঘটনায় আহত হয়ে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে জানুয়ারীতে ৯৪জন, ফ্রেব্রুয়ারীতে ১১১জন, মার্চে ১৩২জন, এপ্রিলে ১১৯জন, মে ১২৪জন, জুনে ১২১জন, জুলাইতে ১৩৯জন, আগস্টে ১২৩জন, সেপ্টেম্বরে ৭২জন, অক্টোবরে ১২৫জন নভেম্বরে ১২২জন দুর্ঘটনায় আহত হয়।

স্থানীয়দের বরাত দিয়ে বক্তারা আরো বলেন, উপজেলার কালারমারছড়া, শাপলাপুর, মাতারবাড়ি ও ধলঘাটা এই চারটি ইউনিয়নের লোকজন দুরত্ব কম হওয়ার কারণে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেই হিসেবে এসব এলাকার দূর্ঘটনার তথ্য মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিপিবদ্ধ থাকেনা। স্থানীয়দের একটি জরীপ মতে মহেশখালীতে প্রতিবছর দুই হাজার মানুষ দূর্ঘটনায় পড়ে আহত হয় এবং ২০জন মানুষ নিহত হয়েছে।

মহেশখালী নাগরিক আন্দোলনের সদস্য নুরুল বশরের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য এস এম রুবেল, শহিদ আফ্রিদি, সাকিব নেওয়াজ, জয়নাল আবেদীন, আশেকুল ইসলাম আকাশ। এছাড়াও বক্তব্য দেন গণমাধ্যমকর্মী মাওলানা ইউনুছ, মাহবুব রোকন, এম বশির উল্লাহ, আনম হাসান, আজিজ সিকদার, ছৈয়দ মুজতবা আলী, ছাত্রলীগ নেতা সাদ্দাম আদিব, আওয়ামিলীগ নেতা আব্দুচ্ছালাম বাঙ্গালী, সাহাব উদ্দীন।

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দরা অনিরাপদ সড়কে শৃঙ্খলা ফেরাতে ১৫দফা দাবী নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন জানান, স্মারকলিপিতে উপস্থাপিত ১৫দফা খুবই যৌক্তিক দাবী। দাবী গুলো বাস্তবায়িত হলে সড়কে শৃঙ্খলা ফিরবে, দুর্ঘটনার সংখ্যা কমে যাবে। তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দাবী বাস্তবায়নে কাজ করবেন বলে জানান।

মহেশখালী নাগরিক আন্দোলন কর্তৃক উপস্থাপিত ১৫দফা হলো- সড়কে সংকেত স্থাপন ও ফুটওয়ে নির্মান, চালকদের লাইসেন্স যাছাই, সড়কে অবৈধ টাকা উত্তোলন বন্ধ, সড়কের উপর মালামাল উঠানামা বন্ধ, সড়ক দখল করে নির্মাণাধীন দোকান উচ্ছেদ, অবৈধ ডাম্পার গুলো যাছাই করে তা বন্ধ করা, টমটমকে লাইসেন্স দিয়ে যে টাকা গুলো উত্তোলন করা হয়েছে তার হিসেব নাগরিককে প্রদান, প্রত্যেক চালকদের প্রশিক্ষণের আওতায় আনা, অবৈধ নামে বেনামে গড়ে উঠা পরিবহন সংগঠন ও তাদের টাকা উত্তোলন বন্ধ, প্রত্যেক ইউনিয়নের বড় বাজার গুলোর যানজট নিরসনে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া, সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ক্ষতি পূরণ দেয়া, সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, তাৎক্ষণিক দুর্ঘটনায় পতিত রোগীদের জরুরী চিকিৎসা ব্যায় মেটানোর ব্যবস্থা করা, পথচারীদের মাঝে সড়ক আইন ও ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং বন্ধ রাখতে হবে।


আরো খবর: