কক্সবাজারের মহেশখালীতে পুলিশের অভিযানে মোহাম্মদ ছিদ্দিক (৩৭) নামে হত্যা মামলার এক দুর্ধর্ষ সন্ত্রাসিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি লম্বা দা, একটি ছুরি, একটি লম্বা শাবল ও ২৫ লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ।
বুধবার (২৬ অক্টোবর) দুপুর ২.৩০ মিনিটে উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল গ্রামের পশ্চিম পাহাড়তলী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে দুর্ধর্ষ সন্ত্রাসি ছিদ্দিককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় পাহাড়ী এলাকায় তার বাড়িতে সে মাঝেমধ্যে আসে এমন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে একটি লম্বা একনলা বন্দুক এবং একটি কাটা রাইফেল, লম্বা দা, ছুরি সহ ২৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
তিনি আরও জানান, আসামির স্বীকারোক্তি অনুযায়ী একটি হত্যা মামলাসহ মোট দুইটি মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনের মামলা এবং একটি মাদক মামলার রেকর্ডের প্রস্তুতি চলছে।