সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ নৌবাহিনীর হাতে আটক যুবক

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

মহেশখালীতে এক যুবককে অস্ত্র ও গুলিসহ আটক করেছে নৌবাহিনী।

শনিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ছোট মহেশখালীতে লেঃ কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবের নেতৃত্বে নৌবাহিনীর একটি সেকশন ঠাকুর তলা বাজার এলাকায় টহল পরিচালনা করে।

এ সময় ওই এলাকার কিছু অদূরে স্থানীয়দের উপর একদল সন্ত্রাসী হামলা করেছে বলে তথ্য পায় টহলরত নৌবাহিনী সদস্যরা।

পরে তাৎক্ষণিক টহলরত নৌবাহিনী দলটি ঘটনাস্থলে পৌঁছে একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

এ সময় অন্যান্য সন্ত্রাসীরা নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা যায়। পরবর্তীতে আটক ওই সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জান-মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে দ্বীপ এলাকা গুলোতে কাজ করছে নৌবাহিনী। তারই পরিপ্রেক্ষিতে মহেশখালীতেও অবস্থান করছে তারা।


আরো খবর: