বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহারাষ্ট্রে ‘কেরালা স্টোরি’ নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার শতাধিক

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
মহারাষ্ট্রে ‘কেরালা স্টোরি’ নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার শতাধিক


নয়াদিল্লি, ১৬ মে – ভারতের মহারাষ্ট্রে সাম্প্রদায়িক সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হওয়ার ঘটনায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টকে কেন্দ্র করে আকোলা শহরে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে একজন নারী কনস্টেবলও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ ইন্টারনেট সেবা বন্ধ ও কারফিউ জারি করেছে।

পুলিশ জানিয়েছে, শনিবার আকোলা পুলিশ স্টেশনের বাইরে ‘কেরালা স্টোরি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি পোস্ট নিয়ে এক সম্প্রদায়ের সদস্যরা জড়ো হয়ে প্রতিবাদ জানালে সহিংসতা শুরু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই পোস্টে শহরটির দুই বাসিন্দারা মধ্যে কথোপকথনের স্ক্রিনশট ছিল। তাদের একজন ওই স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রকে এক পুলিশ কর্মকর্তা জানান, ওই কথোপকথনের কিছু বক্তব্য অন্য ব্যক্তির ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে’। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কার্যালয় শান্তির আবেদন জানিয়েছে ও সহিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

গত সপ্তাহে সিনেমা হলে মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’ কয়েক মাস আগেই বিতর্কের জন্ম দেয়। সিনেমাটিতে ভারতের কেরালা রাজ্য থেকে জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেয়া তিন নারীর কাহিনি প্রদর্শিত হয়েছে।

ভারতের বিরোধী রাজনীতিবিদরা চলচ্চিত্রটির সমালোচনা করেছেন। তারা এটিকে ‘প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছেন। তবে নির্মাতারা বলছেন, কয়েক বছরের গবেষণা ও সত্য ঘটনার ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ মে ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মহারাষ্ট্রে ‘কেরালা স্টোরি’ নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার শতাধিক first appeared on DesheBideshe.



আরো খবর: