শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

‘মহাত্মা গান্ধী মহাপুরুষ আর নরেন্দ্র মোদী যুগপুরুষ’, মন্তব্য জগদীপ ধনখড়ের

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
‘মহাত্মা গান্ধী মহাপুরুষ আর নরেন্দ্র মোদী যুগপুরুষ’, মন্তব্য জগদীপ ধনখড়ের


নয়াদিল্লি, ২৮ নভেম্বর – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুগপুরুষ বলে আখ্যা দিয়েছেন দেশটির উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি বলেন, গত শতাব্দীর মহাপুরুষ ছিলেন মহাত্মা গান্ধি। আর এই শতাব্দীর যুগপুরুষ নরেন্দ্র মোদি।

জৈন দার্শনিক শ্রীমদ রাজচন্দ্রজির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে এমন দাবি করেন জগদীপ ধনখড়। খবর এনডিটিভি

তিনি বলেন, ‘মহাত্মা গান্ধি সত্যাগ্রহ এবং অহিংসার মাধ্যমে দেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সেই জায়গায় নিয়ে গিয়েছেন, যেখানে আমরা সবসময় যেতে চেয়েছিলাম। আমি একটা কথা বলতে চাই। গত শতাব্দীর মহাপুরুষ ছিলেন মহাত্মা গান্ধি। আর এই শতাব্দীর যুগপুরুষ নরেন্দ্র মোদি।’

উপরাষ্ট্রপতি আরও বলেন, ‘যে শক্তিরা আমাদের দেশের অগ্রগতির বিরোধী, আমাদের দেশের উত্থান হজম করতে পারে না, তারা হাত মেলাচ্ছে। যখনই আমাদের দেশে ভাল কিছু হয়, এই সমস্ত শক্তি অন্য রূপ ধারণ করে। এটা হওয়া উচিত নয়। এই বিপদ খুবই বড় মাপের। আমাদের আশপাশে যে দেশগুলি রয়েছে তাদের ইতিহাস ৩০০, ৫০০ কী ৭০০ বছরের পুরনো। আর আমাদের ৫০০০ বছরের পুরনো ইতিহাস রয়েছে।’

তিনি বলেন, শ্রীমদ রাজচন্দ্রজির এত মহত্ত্ব ছিল যে তিনি মহাত্মা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয়কেই অনুপ্রাণিত করেছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৮ নভেম্বর ২০২৩



আরো খবর: