বার্তা পরিবেশক:
কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের মল্লিক পাড়ায় শ্রীশ্রী সার্বজনীন বিষ্ণু মন্দিরের উন্নয়ন কাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। শুধু মন্দিরের কাজে বাধা দেয়া নয় মন্দির কমিটির লোকজনকে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে ওই প্রভাবশালীর বিরুদ্ধে। এর বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন এলাকার শত শত নারী-পুরুষ। অভিযোগে জানা যায়, উক্ত বিষ্ণু মন্দিরে স্থানীয় এমপি ও জেলা পরিষদ থেকে পাওয়া বরাদ্দ থেকে উন্নয়ন কাজ বর্তমান চলমান রয়েছে। মন্দিরের উন্নয়ন কাজ চলা অবস্থায় ইঞ্জিনিয়ার অশোক দাশ নামে এক প্রভাবশালীর ইন্ধনে বৃহস্পতিবার সকালে পুলিশ উক্ত মন্দির কমিটির সভাপতি সুব্রত মল্লিকসহ কয়েকজনকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়। সার্বজনীন শ্রীশ্রী বিষ্ণু মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুব্রত মল্লিক অভিযোগ করে বলেন, মন্দিরের উক্ত জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু ইঞ্জিনিয়ার অশোক দাশ পুলিশকে ব্যবহার করে বারবার মন্দিরের উন্নয়নসব সামগ্রিক কাজে বাধা সৃষ্টি করে আসছে। এসব অভিযোগের বিষয়ে জানতে ইঞ্জিনিয়ার অশোক দাশের ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে তিনি ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আলমগীর জানান, উক্ত মন্দিরের জায়গা নিয়ে সমস্যা চলছে। তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। এতে হয়রানি করার কিছুই নেই। উল্লেখ্য-২০১৪ সালের ১২ জুন প্রতিষ্ঠিত উক্ত বিষ্ণু মন্দিরে সার্বজনীন সকল পূজা-পার্বন এবং মহোৎসব উদযাপিত হয়ে আসছে।