শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মরিচ্যায় ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং এক আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২ নভেম্বর) রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির পরিচালিত অভিযানে এই মাদকদ্রব্যসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত ব্যক্তি রামু উপজেলার ধোয়াপালং গ্রামের সিরাজুল হকের পুত্র সাইফুল ইসলাম (২০)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে বিজিবির একটি দল মরিচ্যা চেকপোস্টে উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক ইজিবাইক থামায়। এই সময় সন্দেহবাজর হিসেবে যাত্রী সাইফুল ইসলামকে সনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, আটক আসামিকে নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর: