শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মঙ্গল পার্টির চেয়ারম্যান জগদীশ বড়ুয়া গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সদ্য সমাপ্ত কক্সবাজার জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী, কথিত বাংলাদেশ মঙ্গল পার্টির চেয়ারম্যান আলোচিত জগদীশ বড়ুয়া পার্থ (৪২)-কে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার ২১ অক্টোবর সকাল ১০ টার দিকে কক্সবাজার শহরের বাহারছড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর মডেল থানা কর্তৃপক্ষ জানিয়েছে, জগদীশ বড়ুয়া পার্থ’র বিরুদ্ধে একটি মারামারির মামলায় আগে থেকে ওয়ারেন্ট ছিলো। যার সদর থানা মামলা নম্বর : ২৪/২০২২ ইংরেজি, জিআর মামলা নম্বর : ৯২/২০২২ (কক্সবাজার সদর)। ধারা : ৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২) ফৌজদারী দন্ড বিধি।

জাগদীশ বড়ুয়া পার্থ কক্সবাজার শহরের পূর্ব বড়ুয়া পাড়ার মৃত কালী চরণ বড়ুয়ার পুত্র। জগদীশ বড়ুয়া কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল গালমন্দ করে বেশ আলোচনায় আসেন। নির্বাচনে পরাজিত হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনেরও ঘোষনা দেন তিনি। জেলা পরিষদে নির্বাচনে প্রজাপতি প্রতীক নিয়ে মাত্র ৯ ভোট পেয়েছিলেন তিনি।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, জগদীশ বড়ুয়া পার্থ’কে থানা থেকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর: