শিরোনাম ::
পেকুয়ায় দুই হাজার একর জমিতে লবণ চাষ ব্যাহত হওয়ার শঙ্কা উখিয়ায় কৃষকদলের সমাবেশে প্রান্তিক কৃষকদের মূল্যায়ন করার দাবী মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, আলোচিত জিয়াসহ আটক-২ চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদিসহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, মাদক বিক্রেতা গ্রেফতার উখিয়ার মেরিন ড্রাইভে মোটর সাইকেল দূর্ঘটনায় অস্টেলিয়ান নাগরিক নিহত বান্দরবানে যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা মিয়ানমার থেকে বিপুল ইয়াবা ও অস্ত্র-গুলি আনার সময় জব্দ,এক ডাকাত আটক মহেশখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ রোহিঙ্গা ক্যাম্পে বিদেশী অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ভোটে দাঁড়াচ্ছেন না মেহবুবা মুফতি

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

[ad_1]

নয়াদিল্লি, ২৯ আগস্ট – ভারতের জম্মু ও কাশ্মীরে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন মেহবুবা মুফতি। বুধবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। খবর দ্য হিন্দুর।মেহবুবা মুফতি ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কারণ জানিয়ে মেহবুবা মুফতি বলেন, তিনি মুখ্যমন্ত্রী হলেও দলের এজেন্ডা এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন না। ভারতের কেন্দ্রীয় সরকার তাকে সে ক্ষমতা দেবে না।তিনি বলেন, ‘২০১৬ সালে ১২ হাজার ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিল করেছিলাম। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলাম। তাদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান বন্ধ করেছিলাম। তখন বিজেপি-মোদির সঙ্গে জোট বেঁধে এসব করেছিলাম। এখন কি আমি এসব করতে পারব? যদি না পারি তবে মুখ্যমন্ত্রী হয়ে লাভ কী?’ তিনি ইঙ্গিত করেন, বর্তমানে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি বদলে গেছে। এখন যিনি মুখ্যমন্ত্রী হবেন তার কোনো ক্ষমতাই থাকবে না। কেন্দ্রীয় সরকারই সব পরিচালনা করবে।তিনি আরও জানান, ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছিলেন মুখ্যমন্ত্রী হলে একজন পিয়ন বদলির জন্যও তাকে সরকারের কর্মকর্তার কাছে ধরনা দিতে হয়। আমি পিয়নের বদলি নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত দলের প্রতিশ্রুতি পালন নিয়ে। তবে পিয়ন বদলির ঘটনা থেকে বোঝা যায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কতটুকু। দলের এজেন্ডা বাস্তবায়ন করতে না পারলে নির্বাচন করে বা বিজয়ী হয়ে লাভ কী।মেহবুবা বলেন, অনেককে বন্দি রাখা হয়েছে। গণতন্ত্রের মঙ্গলের জন্য ভোটের আগে তাদের মুক্তি দিতে হবে। নেতাদের বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে গ্রেপ্তারের সমালোচনা করেন তিনি। মেহবুবা জানান, এসবের বিরুদ্ধে তিনি লড়াই করবেন। সে সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করলেও তার দল নির্বাচনে অংশ নেবে।সূত্র: কালবেলাআইএ/ ২৯ আগস্ট ২০২৪

[ad_2]


আরো খবর: