মুম্বাই, ০৪ আগস্ট – এবার বলিউডের কিংবদন্তি নায়ক দিলীপ কুমারের পালি হিলের বাংলো ভেঙে ফেলা হচ্ছে। বাংলোটির স্থানে হবে ১১ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন।
প্রয়াত সুপারস্টার দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু ও নির্মাণকারী সংস্থার মধ্যে সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
জানা গেছে, দিলীপের স্মৃতি রক্ষার্থে এই আবাসন প্রকল্পের বেসমেন্টে (নীচতলা) একটি সংগ্রহশালা থাকবে। সেখানেই রাখা হবে এই নায়কেরে নানা স্মৃতি স্মারক।
প্রায় ১ লক্ষ ৭৫ হাজার বর্গফুটের আউটস্কার্টসহ পালি হিলের বাংলোটি ভারতীয় ফিল্মের একরকম পীঠস্থান। এখানে বসেই অনেক বিখ্যাত সিনেমার চিত্রনাট্য শুনেছেন দিলীপ। সায়রা বানুর সঙ্গে বিয়ের কথাও পাকাও হয়ে ওই বাংলোতে।
পাকিস্তানের পেশোয়ারে ফল বিক্রেতা ইউসুফ খানের (দিলীপ কুমার) বাবা মুম্বাই চলে আসেন এখানকার একটা ক্যান্টিনে শুকনো ফল সরবরাহের বরাত পেয়ে। আর তিনি পাকিস্তানে ফেরেননি। সেখানেই ইউসুফ খানের দিলীপ কুমার হয়ে ওঠা।
আইএ/ ০৪ আগস্ট ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভেঙে ফেলা হচ্ছে দিলীপ কুমারের বাংলো! first appeared on DesheBideshe.