শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ভেঙে পড়ল ভাস্কর্য, মাথা নত করে ক্ষমা চাইলেন মোদি

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪



নয়াদিল্লি, ৩০ আগস্ট – গত ২৬ আগস্ট ভারতের রাজকোট দুর্গে ভেঙে পড়ে ছত্রপতি শিবাজীর একটি বিশাল ভাস্কর্য। এই ভাস্কর্য ভেঙে পড়ার ঘটনা ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মাত্র আট মাস আগে ৩৫ ফুট উঁচু ভাস্কর্যটি উদ্বোধন করা হয়। কিন্তু এই সময়ের মধ্যেই এটি ভেঙে পড়ে।আজ শুক্রবার (৩০ আগস্ট) মহারাষ্ট্রের পালঘারে যান মোদি। সেখানে গিয়েই ছত্রপতি শিবাজীর ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।মোদি বলেন, “ছত্রপতি শিবাজী শুধুমাত্র একটি নাম আর রাজা নন। আমাদের জন্য তিনি দেবতা। আজ আমি তার পায়ের কাছে মাথা নত করে ক্ষমা চাইছি। আমাদের মান ভিন্ন। কিন্তু আমাদের জন্য দেবতার চেয়ে বড় কিছু নেই। এখানে এসেই আমি ছত্রপতি শিবাজীর ভাস্কর্য ভেঙে পড়ার ঘটনার জন্য ক্ষমা চেয়েছি। যারা এ ঘটনায় কষ্ট পেয়েছেন আমি তাদের কাছেও ক্ষমা চাই।”গত বছরের ডিসেম্বরে নৌবাহিনী দিবসে ভাস্কর্যটি উদ্বোধন করেন মোদি নিজে। সামুদ্রিক প্রতিরক্ষায় ছত্রপতি শিবাজীর যে অবদান ছিল সেটির প্রতি সম্মান জানাতে তার নামে ভাস্কর্যটি তৈরি করা হয়।এত কম সময়ের মধ্যে কেন ভাস্কর্যটি ভেঙে পড়ল সেটির কারণ খুঁজে বের করতে এটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে মহারাষ্ট্র সরকার।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ৩০ আগস্ট ২০২৪



আরো খবর: