ইমরান আল মাহমুদ:
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছে উখিয়া উপজেলা প্রশাসন।
২১ফেব্রুয়ারি রাত ১২টা ১মিনিটে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ’র নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।