শিরোনাম ::
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী


নয়াদিল্লি, ১২ জুন – ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী ৩০ জুন তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পাণ্ডের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

আজ বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন সেনাপ্রধান হিসেবে উপেন্দ্র দ্বিবেদীকে পদায়নের কথা জানানো হয়। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োজিত রয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদীর জন্ম ১ জুলাই, ১৯৬৪ সাল।

১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্ট জম্মু ও কাশ্মীর রাইফেলসে কমিশন লাভ করেন তিনি। তার ৪০ বছরের চাকরিতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৮ জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্টের কমান্ড, ২৬ সেক্টর আসাম রাইফেলসের ব্রিগেড, আসাম রাইফেলসের (পূর্ব) এবং ৯ কর্পসর ডিআইজি ছিলেন দ্বিবেদী।

উল্লেখ্য, বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের গত মে মাসের শেষের দিকে অবসরে যাওয়ার কথা ছিল। তবে এক মাসের জন্য চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২২ সালের ৩০ এপ্রিল তিনি সেনাপ্রধান নিযুক্ত হন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১২ জুন ২০২৪





আরো খবর: