রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ব্যাটিংয়ের শুরুতেই চরম বিপর্যয়ে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪


ঢাকা, ২১ অক্টোবর – দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম নামেন ওপেনিংয়ে। তবে প্রোটিয়াদের বিপক্ষে শুরুতেই ৪০ রানে ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

সোমবার (২১ অক্টোবর) শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯. ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৫ রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস।

খেলার শুরুতেই ব্যাটিং ব্যর্থতার আভাস দেন শান্তরা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ অক্টোবর ২০২৪



আরো খবর: