শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
রবিবার, ১১ মে ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বৃদ্ধা মা-বাবা ও ছোট ভাইকে পিঠিয়েছে ১৭ মামলার আসামী অবাধ্য পুত্র

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক::

পুলিশের মামলা তদন্তকে কেন্দ্র করে বৃদ্ধা মা-বাবা ও ছোট ভাইকে পিঠিয়েছে ১৭ মামলার আসামী সন্ত্রাসি পুত্র। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদার পাড়ায় এই বেদনাদায়ক ঘটনা ঘটে। আহত পিতা বৃদ্ধ নুরুল ইসলাম ও মাতা নুর আয়েশা বেগম অভিযোগ করেন, তাদের ছেলে আজিজুল হক রুবেল প্রকাশ কাটা রুবেল দীর্ঘদিন ধরে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতা ও নাশকতার মামলাসহ পিতা, মাতা ও ভাই বোনকে অমানবিক নির্যাতনের দায়ে অহরহ মামলা রয়েছে। তারেই ধারাবাহিকতায় সম্প্রতি বোনকে বেধড়ক মারধর ও অমানষিক নির্যাতন করার কারণে আদালতে মামলা করা হয়। ওই মামলা নিয়ে বাড়ীতে যায় পিবিআইয়ের তদন্তকারি কর্মকর্তা। এই তদন্তকে কেন্দ্র করে পূণরায় ধারালো অস্ত্র নিয়ে বৃদ্ধা মা-বাবা ও স্কুল পড়–য়া ভাইকে অত্যাচার চালায় সন্ত্রাসি রুবেল। জানা গেছে, রুবেলের বিরুদ্ধে রামুর মন্দিও পুড়া, সড়কে গাড়ি ভাংচুর, নাশকতা, ডাকাতির প্রস্তুতি, নারী নির্যাতন, মারামারি ও বন মামলাসহ ১৭টি মামলা রয়েছে। রুবেল প্রতিনিয়ত মা-বাবা, বোন ও ভাইদের উপর অকারণে নির্যাতন চালিয়ে আসছে। তার অত্যাচার ধমাতে স্থানীয় স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক আহম্মদও শালিশী বৈঠক করেন। চেয়ারম্যানের বিচার না মেনে আরও বেপরোয়া হয়ে উঠে রুবেল। অভিযোগে আরো জানা যায়, রুবেল গত চার বছর আগে থেকে স্ত্রীকে নিয়ে মা-বাবা থেকে পৃথক হয়ে বসবাস করছে। এই সন্ত্রাসি রুবেল তার কলেজ পড়–য়া বোন সাদেকাকে প্রবাসী এক বার্মাইয়াকে বিয়ে দিয়ে মোটা অংকের বাণিজ্য করতে চেয়েছিল বলে জানায় তার বৃদ্ধা মা। সেখানে সে সুযোগ করতে না পেরে দিন দিন আরো বেপরোয়া হয়ে ওঠে। ছেলে রুবেলের ব্যাপারে মা নুর আয়েশা জানান, রুবেল এর অত্যাচার নির্যাতন দেখলে মনে হয় কিয়ামত এর আলামত চলে এসেছে। তার বিরুদ্ধে থানা পুলিশে অভিযোগ করেও কোন প্রকার প্রতিকার পাওয়া যাচ্ছেনা। সর্বদায় পিতা-মাতাসহ বোন ও ভাইয়ের উপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। আহত মা নুর আয়েশা বেগম আরো অভিযোগ করে বলেন, তার অবাধ্য ছেলে রুবেল অমানুষ হয়ে উঠেছে। রুবেলের বিরুদ্ধে আদালতে মামলা চলমান আছে। এসব মামলার তদন্তকে কেন্দ্র করে রুবেলের নেতৃত্বে তার জেঠাতো ভাই ইসমাইল, আবুল হোছন ও তার ছেলে জয়নাল, স্ত্রী খুর্শিদা বেগম ও ইসমাইলের স্ত্রী তসলিমা আক্তার এই মারধরের ঘটনায় জড়িত।


আরো খবর: