বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিশ্ব সমুদ্র দিবস, কক্সবাজার সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৮ জুন, ২০২২

বিশ্ব সমুদ্র দিবসে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

আজ বুধবার সকালে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে হ্যাচারি জোন পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

হোটেল সাইমন বিচ রিসোর্টের উদ্দ্যোগে বিভিন্ন হোটেলের মলিক, কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী, পর্যটন উদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে।

সায়মান বীচের ব্যবস্থপনা পরিচালক মাহবুব উর রহমান রুহেল এর নেতৃত্বে ৬ বছর ধরে এ পরিচ্ছন্নতা অভিযান চলে আসছে।

সায়মান বীচের ব্যবস্থপনা পরিচালক মাহবুব উর রহমান রুহেল বলেন, কক্সবাজারে অধিকাংশ হোটেলে পরিবেশ দূষণ রোধে ও দুর্গন্ধ ঠেকাতে বর্জ্য শোধনাগারের ব্যবস্থা নেই। তাই কক্সবাজার সমুদ্র সৈকত প্রতিনিয়ত দূষিত হচ্ছে। যার জন্য সাগর দূষিত হয়ে নীল তিমিসহ বিভিন্ন মৃত জলজ প্রাণী বালিয়াড়িতে ভেসে আসছে।

তিনি আরও বলেন, সমুদ্রকে বাঁচাতে হবে এবং পরিষ্কার রাখতে হবে এটি ট্যুরিজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যুরিজম তথা সৈকতরে জলজ প্রাণীকে বাঁচাতে প্রতিটি হোটেলে বর্জ্য শোধনাগারের ব্যবস্থা রাখার আহবান জানান তিনি। এছাড়া বিদেশি পর্যটক আর্কষণে আরো বিভিন্ন বিনোদনের উপকরণ সুযোগ সুবিধা বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


আরো খবর: