শিরোনাম ::
বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে ৪ সংস্কার কমিশন দাবানলে আবাসন হারালেন হলিউড হিলের যেসব তারকারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাইলেন রুহুল কবির ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক পিলখানা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মেজর জিয়াউল আলিয়ার বিপরীতে ছবি করার প্রস্তাবে ‘না’ বলে দিলেন শাহরুখ, কিন্তু কেন? লস অ্যাঞ্জেলেসে প্যারিসের চেয়েও বড় এলাকা পুড়ে গেছে দাবানলে বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় বিএনপি ফেব্রুয়ারির মধ্যেই ডাকসু নির্বাচনের পরিকল্পনা প্রশাসনের ফিলিস্তিনিদের রক্তপিপাসু সেই হলিউড অভিনেতার বাড়ি দাবানলে পুড়ে ছাই
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত পাকিস্তান

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৮ মে, ২০২৩
বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত পাকিস্তান


ইসলামাবাদ, ০৮ মে – দাপট দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘আগামী ওয়ানডে বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত তার দল।’

তবে আয়োজক ভারতের সাথে রাজনৈতিক সমস্যার কারণে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

ঘরের মাঠে রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে পাকিস্তান। চতুর্থ ম্যাচ জিতে প্রথমবারের মত ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। তবে পঞ্চম ও শেষ ম্যাচে পরাজিত হয়ে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি র‌্যাংকিংয়ের আবার তৃতীয় স্থানে নেমে গেছে বাবর আজমের নেতৃত্বাধীন দল।
দ্বিতীয় ওয়ানডেতে ৩৩৭ রানের টার্গেট স্পর্শ করে ম্যাচ জিতে এ ভার্সনে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের নজির গড়ে পাকিস্তান। এই ফরম্যাটে ১৮তম সেঞ্চুরির ইনিংসে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড গড়েন বাবর। পাকিস্তানের তৃতীয় ব্যাটার হিসেবে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরির নজির পড়েন পাকিস্তানের ফখর জামান।

নিউজিল্যান্ডের কাছে শেষ ম্যচে হারলেও উচ্ছ্বসিত অধিনায়ক বাবর। তিনি বলেন, ‘সিরিজ জয় দারুণ। র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল খনিকের জন্য হলেও সেটা অনেক বড়, বিশ্বকাপের আগে আমরা বেশ ভাল অবস্থায় আছি।’

বিশ্বকাপে পাকিস্তানের অংশ নিয়ে অনিশ্চয়তা উদ্বেগজনক কি না এমন প্রশ্নের উত্তরে বাবর বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। কিন্তু যেখানেই খেলার সুযোগ পাব আমরা সেখানেই খেলবো।’

বিশ্বকাপে এক মাস আগে সেপ্টেম্বরে এশিয়া কাপের জন্য পাকিস্তানে দল পাঠাবে না বলে ভারতের ঘোষণার পর থেকেই অনিশ্চিয়তার সৃষ্টি হয়। জবাবে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দিয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বরফ গলার সম্ভাবনা রয়েছে। গেল সপ্তাহে গোয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে যোগ দিতে ভারত সফর করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। দীর্ঘ দিন পর পাকিস্তানের কোনো সিনিয়র কর্মকর্তার প্রথম সফর ছিলো এটি।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ০৮ মে ২০২৩





আরো খবর: