বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিমানে মিরাজকে দাবার চ্যালেঞ্জ সাকিবের

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩


ঢাকা, ১১ অক্টোবর – বিশ্বকাপের শুরুটা বাংলাদেশ করেছিল আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে। কিন্তু পরের ম্যাচে ইংলিশ পরীক্ষায় ফেল করে বসে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন হার ও জয়ের মিশ্র এক অভিজ্ঞতা নিয়ে ধর্মশালা থেকে চেন্নাইয়ে গিয়ে পৌঁছেছে টাইগাররা।

ইংলিশদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতলেও বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা খেলেছে জস বাটলার-জো রুটরা। সেই ক্ষতের ব্যথা বুজতে না বুজতেই আগামী ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

ইংলিশদের বিপক্ষে হারের পর সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বাংলাদেশ দলকে। তবে সেই সমালোচনা যেন গায়েই লাগাচ্ছেন না সাকিব-মিরাজরা।

তারই প্রমাণ মেলে চেন্নাইগামী বিমানে সতীর্থ মেহেদী হাসান মিরাজের সঙ্গে সাকিবের দাবা খেলায় মেতে ওঠার ছবিতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ফেসবুক পেজে সাকিব-মিরাজের দাবা খেলার দুটি ছবি প্রকাশ করে ক্যাপশনে দেন, চেন্নাইয়ের বিমানে সাকিবের দাবার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মেহেদী মিরাজ।

কিন্তু শেষ পর্যন্ত জয়টা কার হয়েছে সে বিষয়ে এখনও জানা যায়নি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১১ অক্টোবর ২০২৩


আরো খবর: