মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শফিউল আজিম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে বুধবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ারকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
এদিকে বিমানের এমডি যাহিদ হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।