শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিগ বসের শুটিং সেটে সালমান খান, নিরাপত্তায় ৬০ রক্ষী

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪


মুম্বাই, ১৮ অক্টোবর – এন সি পি নেতা বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সালমান খান। জানা যায়, সালমানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই নাকি লরেন্স বিষ্ণোই-এর দলের হাতে খুন হতে হয়েছে বাবা সিদ্দিকিকে।

রাতেও নাকি ঠিক মতো ঘুমাতে পারছেন না ‘ভাইজান’। ইতোমধ্যেই বাড়ানো হয়েছে সালমান খানের নিরাপত্তা। তবে এই আতঙ্কের মধ্যেই বিগ বসের শুটিং শুরু করেছেন সালমান।

ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে বিগ বস ১৮-এর একটি এপিসোডের শুটিংও করে ফেলেছেন সালমান। এদিকে শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যেই সেটে পৌঁছে গিয়েছিলেন তিনি। নির্ধারিত কল টাইমের অনেক আগে নিজের সুরক্ষা নিশ্চিত করতে সেটে পৌঁছে গিয়েছিলেন সুপারস্টার।

তবে নিরাপত্তা নিয়ে বিশেষ চিন্তা থাকলেও এই মুহূর্তে সালমানের বিগ বসের শুটিং শিডিউল টানা চলবে বলেই জানা যাচ্ছে। অভিনেতার নিরাপত্তা নিশ্চিত করতে প্রযোজনা ও চ্যানেলের পক্ষ থেকে সালমানের সমস্ত গতিবিধির উপর বিশেষ নজর রাখছেন।

ইতোমধ্যেই সালমানের জন্য বিগ বসের সেটে মোট ৬০জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। সেটের কম্পাউন্ডের ভিতরে কাউকে ঢুকতে দেওয়ার আগে আধার কার্ড দেখে তবেই যেন কাউকে ঢুকতে দেওয়া হয় বলে নির্দেশ রয়েছে।

সেই মেসেজে নাকি লেখা ছিল, ‘বিষয়টা হালকাভাবে নেবেন না, যদি সালমান খান বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান তাহলে তাকে ৫ কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে সালমান খানের অবস্থা।’

আইএ/ ১৮ অক্টোবর ২০২৪



আরো খবর: