শিরোনাম ::
গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা পেকুয়ায় মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু সেন্টমার্টিনকে বাঁচাতে বিধিনিষেধ দেওয়া হয়েছে : উপদেষ্টা টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই তথ্য গোপন করে বিয়ের পিড়িতে কক্সবাজারের নুর! কক্সবাজার এসএসসি ৯৯ ক্রিকেট টুর্ণামেন্টে বেঙ্গল ৯৯ ও লিজেন্ড ফাইটার্স ৯৯ চকরিয়া’র শুভ সূচনা কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ সবার আগে নির্বাচনী সংস্কার দরকার মসজিদে নববীর আদলে করা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মাহমুদুর রহমান দেশপ্রেমের জীবন্ত প্রতীক
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বাসি খাবার পরিবেশন করায় চবির সোহরাওয়ার্দী ক্যাফেটেরিয়ায় তালা

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
বাসি খাবার পরিবেশন করায় চবির সোহরাওয়ার্দী ক্যাফেটেরিয়ায় তালা


পঁচা, বাসি ও ময়লাযুক্ত খাবার পরিবেশন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়ায় অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছে শাখা ছাত্রলীগের কর্মীরা। আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ক্যাফেটেরিয়াতে তালা ঝুলায় তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক আফ্রিদি রহমান মিঠু বলেন, অনেকদিন ধরে সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়া সকলকে পঁচা, বাসি, ময়লা ও মশা-মাছি যুক্ত খাবার পরিবেশন করছে। আজ ক্যাফেটেরিয়ার ফ্রিজে বহুদিন আগের এসব পঁচা, বাসি মাছ-মাংস, অনেকদিন আগের রান্না করা খিচুড়ি, সবজি ইত্যাদি আমরা দেখতে পাই।  এরপর সাথে সাথে আমরা শাখা ছাত্রলীগের কমীরা ক্যাফেটেরিয়ায় অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেই। 

এর আগে গতবছরের ১ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে তালা ঝুলিয়েছিল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এছাড়া গত ৭ আগস্ট একই ক্যাফেটেরিয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের প্রমাণ পায় হল কর্তৃপক্ষ। এরপর হলটির প্রভোস্ট শিপক কৃষ্ণ দেবনাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাফেটেরিয়া পরিষ্কার করার নির্দেশে খুলে দেয়া হয়।



আরো খবর: