শিরোনাম ::
সাবেক স্বামীর কবর জিয়ারতের পর মুখ খুললেন পরীমণি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আইসিসির প্রধান প্রসিকিউটর, “মিয়ানমারের বিরূদ্ধে মামলায় অগ্রগতি হচ্ছে” কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার টেকনাফের ২ মাদক ব্যবসায়ীকে দশ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ভুয়া কাগজে ‘ভোটার হতে গিয়ে’ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার নাফনদীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার-৩ চকরিয়ায় পর্নোগ্রাফি আইনে দুইজন বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মরদেহ উদ্ধার


ওয়াশিংটন, ২৫ জুলাই – যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওবামার বাড়ির কাছের একটি লেকে মৃত অবস্থায় পড়ে ছিলেন। মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ম্যাসাচুসেটস স্টেট পুলিশ সোমবার বলেছে, বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির (শেফ) নাম তাফারি ক্যাম্পবেল। তাকে ম্যাসাচুসেটসের এডগারটাউন গ্রেট লেক থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে ২০১৬ সালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পরেও ওবামার পরিবারে শেফ হিসেবে কাজ করতেন ৪৫ বছর বয়সী ক্যাম্পবেল।

বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, তাফারি ক্যাম্পবেল আমাদের পরিবারের অংশ ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সৃজনশীল ও খাদ্য সম্পর্কে উৎসাহী এক ব্যক্তি। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ক্যাম্পবেল আমাদের জীবনকে আনন্দমুখর করে রাখতেন। তাই হোয়াইট হাউস ছাড়ার পরেও আমরা তাকে আমাদের সঙ্গে থাকার প্রস্তাব দিয়েছিলাম। তিনি আমাদের সঙ্গে থাকতে রাজি হয়েছিলেন। তারপর থেকে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছিলেন ক্যাম্পবেল। তার আকস্মিক মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে।

ওবামা আরও জানান, ক্যাম্পবেলের স্ত্রী ও যমজ ছেলে রয়েছে।

ম্যাসাচুসেটস স্টেট পুলিশ বলেছে, ক্যাম্পবেলের শরীরে লাইফ জ্যাকেট ছিল না। তাকে লেকের পাড় থেকে প্রায় ৩০ মিটার দূরে ও প্রায় আড়াই মিটার পানির গভীর থেকে উদ্ধার করা হয়।

ক্যাম্পেল ভার্জিনিয়ার ডামফ্রিজে বাস করতেন। গত রোববার তিনি ম্যাসাচুসেটসের মার্থার ভিনইয়ার্ড লেকে ঘুরতে যান। একটি প্যাডেল বোর্ডার নিয়ে ঘুরতে গিয়ে তিনি নিখোঁজ হন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বারাক ওবামা সেখানে উপস্থিত ছিলেন না। কীভাবে ক্যাম্পবেলের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ জুলাই ২০২৩





আরো খবর: