শিরোনাম ::
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াবাসহ আটক গাজীপুরে সমাবেশের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তামিম ইকবালকে বিসিবির বিদায়ী সংবর্ধনা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর: বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি দেশব্যাপী ভাঙচুর ও সহিংসতায় টিআইবির উদ্বেগ রাতের আঁধারে টাঙ্গাইলে সড়কে ঝরল ৩ প্রাণ বিপিএলে শীর্ষ বোলার তাসকিন ও ব্যাটার মোহাম্মদ নাঈম উস্কানিমূলক কোনো পদক্ষেপে অংশ নেবেন না : কক্সবাজারে সালাহউদ্দিন আহমেদ চলতি মাসেই জুলাই গণহত্যা মামলার একাধিক তদন্ত প্রতিবেদন প্রস্তুত হবে কক্সবাজারে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনে সাঁজ সাঁজ রব
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ শীর্ষে

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪


ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৭৪। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের শেনিয়াং। এই শহরটির দূষণ স্কোর ১৯০ অর্থাৎ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

এরপরে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এরপর পাকিস্তানের করাচি।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৩ ফেব্রুয়ারি ২০২৪


আরো খবর: