বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বাবা হয়ে গেলাম রে, চিৎকার করে বললেন রণবীর

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
বাবা হয়ে গেলাম রে, চিৎকার করে বললেন রণবীর


মুম্বাই, ০২ অক্টোবর – বলিউড-জুটি রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের পরিবারে এখন খুশির বন্যা বয়ে যাচ্ছে। সদ্যভূমিষ্ট কন্যাসন্তানকে ঘিরে এ তারকা দম্পতির প্রতিটি মুহুর্ত যেন আলোকিত।

এবার বাবা হওয়ার পর প্রথম জনসমক্ষে এলেন রণবীর সিং। সম্প্রতি মুকেশ আম্বানির বাসভবন আন্তেলিয়ায় দেখা গেছে তাকে। আম্বানিদের ‘ইউনাইটেড ইন ট্রিয়াম্ফ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

বাবা হওয়ার পর প্রথম কোনো অনুষ্ঠানে পাপারাজ্জিদের সামনে চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করে রণবীর বলেছেন, ‘বাবা হয়ে গেলাম রে।’

অনুষ্ঠানের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উচ্ছ্বসিত রণবীরের পরনে ছিল ব্ল্যাক স্যুট। গলায় চেইন। হাসিমুখে সবার সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় তাকে।

এর আগে শনিবার রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন দীপিকার মা ও বোন। রেস্তোরাঁ থেকে বের হওয়ার পরই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। তারকার মা-বোনকে দেখেই তাদের প্রশ্ন, কেমন আছেন দীপিকা ও তার সন্তান? উত্তরে তারা জানান, ভালো আছেন সদ্যোজাত সন্তান ও তার মা।

উল্লেখ্য, বিয়ের ছয় বছরের মাথায় কন্যাসন্তানের মা–বাবা হয়েছেন রণবীর-দীপিকা।

খুব শীঘ্রই রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় দেখা যাবে রণবীর সিংকে। সিনেমাটি দেওয়ালিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আইএ/ ০২ অক্টোবর ২০২৪





আরো খবর: